দেশের টুকিটাকি : গোপালগঞ্জ ও যশোরে বজ্রপাতে কৃষকসহ নিহত ৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এতথ্য জানানো হয়। সারাদেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৮২২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ পরীক্ষা শনিবার ৬ মে থেকে শুরু হয়ে আগামী ২৫ মে ২০১৭ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এবং পবিত্র রমজান মাসে অর্থাৎ ২৯ মে থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে। এ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

 

গোপালগঞ্জ ও যশোরে বজ্রপাতে কৃষকসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর ও বায়সা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে ইউনুস আলী (৪০) ও একই উপজেলার বায়সা গ্রামের তাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (১৬)। সকালে দুটি গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন ইউনুস আলী। এ সময় বজ্রপাতে কৃষকসহ ইউনুস আলী ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে সকালে জসিম বাড়ি থেকে শশা আনতে মাঠে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও দুটি হালের গরু বজ্রপাতে মারা যায়। অপরদিকে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বজ্রপাতে মো. লুৎফর রহমান শেখ (৪৫) নামে এক কৃষক নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের শালুখা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। লুৎফর রহমান বাগেরহাট জেলার মংলা উপজেলার সাবেরমেদ গ্রামের রোকা শেখের ছেলে।