দেশে ফিরে যা বললেন মোস্তাফিজ

স্টাফ রিপোর্টার: এবারের আইপিএলটা মোস্তাফিজুর রহমানের জন্য সুখকর ছিলো না। খেলেছেন মাত্র একটি ম্যাচ। ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। ওই ম্যাচে ব্যর্থ হওয়ায় তাকে আর একটি ম্যাচও খেলায়নি সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। গত বুধবার বিকেলে ভারত থেকে দেশে ফেরেন মোস্তাফিজ। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ শুক্রবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। দেশে ফিরে এবারের আসর নিয়ে মোস্তাফিজ বলেন, বিদেশি সব খেলোয়াড়ই ভালো। দলে আটজন বিদেশি থাকলেও খেলার সুযোগ পান চারজন। আমি সবসময় শিখতে চাই। শেখার শেষ নেই। নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, আমার তো নিজের প্রতি সবসময় বিশ্বাস আছে। এখন সব উইকেট তো একরকম থাকে না। চেষ্টা করবো সেরাটা দেয়ার। অনুশীলন চালিয়ে যাচ্ছি।