চুয়াডাঙ্গায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার রায় : উজিরপুরের আব্দুর রহমানের ৩ বছর সশ্রম কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আব্দুর রহমানের (৩৫) ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আব্দুল হালিম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুর রহমানের সাথে চুয়াডাঙ্গা জেলা সদরের সুমিরদিয়া গ্রামের আনসার আলীর মেয়ে মারুফা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী মারুফার ওপর নির্মম অত্যাচার করেন আব্দুর রহমান। পরে মারুফা বেগম অত্যাচার সহ্য করতে না পেরে বাদী হয়ে ২০১৪ সালের ১৫ মে চুয়াডাঙ্গা সদর থানায় যৌতুক আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক রয়েছেন আব্দুর রহমান। মামলাটি চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিচারাধীন ছিলো। পরে গতকাল দুপুরে ওই আদালতের বিচারক মো. আব্দুল হালিম যৌতুক নিরোধ আইনে ওই রায় প্রদান করেন।