দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় হতদরিদ্রদের মাঝে এমপি আলী আজগার টগরের ঐচ্ছিক হতবিলের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপজেলার ১১৫ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ১ লাখ ৭২ হাজার টাকার চেক তুলে দেন। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আ.লীগ নেতা রেজাউল করিম প্রমুখ। উল্লেখ্য, গত ১২ এপ্রিল কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের বাড়িঘর পুড়ে ভস্মীভূত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা।