ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে এ মেলা সহায়ক হবে 

জীবননগরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে এমপি টগর

 

জীবননগর ব্যুরো: জীবননগরে আয়োজিত সপ্তাহব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর সেরা স্টল নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, উপজেলা পর্যায়ে এ ধরনের মেলার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। প্রদর্শনীতে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি দেখে আমি বিস্মিত হয়েছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে এ ধরনের মেলার আয়োজন সহায়ক হবে বলে আমি মনে করি।

উপজেলা ক্যাম্পাসে বটতলায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি অধিদফতরে বৈজ্ঞানিক কর্মকর্তা মৌটুসি ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে ফারজানা আলম মিম, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি সংসদ সদস্য শেষে সেরা স্টল নির্বাচিত হাতে পুরস্কার তুলে দেন। উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিপাদ্য বিষয় নিয়ে গত শনিবার জীবননগরে সপ্তাহব্যাপী ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। স্থায়ীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ নিয়ে প্রদর্শনীতে ২৫টি স্টল স্থান পায়। এ প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা আইসিটি অফিসার মঈনুল ইসলাম।