মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের রাস্তা উন্নয়নের জন্য একনেকে ৭৮.৭৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী এবং সড়ক ও যোগাযোগ মন্ত্রীর প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেছেন এমপি নবী নেওয়াজসহ এলাকাবাসী।
একটি সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে সভায় খালিশপুর-মহেশপুর-দত্তনগর-জিন্নানগর-যাদবপুর ৪৮ কিলোমিটার রাস্তা উন্নয়ন ও প্রশস্থ করণ প্রকল্প অনুমোদন করা হয়। যার ব্যয় ধরা হয়েছে ৭৮.৭৮ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদনের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতিও এমপি নবী নেওয়াজ কৃতঞ্চতা প্রকাশ করেছেন। প্রকল্পটি অনুমোদনের জন্য এলাকার কৃতি সন্তান যারা ভূমিকা রেখেছেন তারা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহা পরিচালক আব্দুল আজিজ, গৃহায়নক কর্তৃপক্ষের চেয়ারম্যান আক্তারুজ্জামান, পিপিপি অফিস প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবুল বাশার, নাজমুল হাসান, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আক্তারুজ্জামান প্রমুখ। এমপি নবী নেওয়াজ বলেন, মহেশপুর একটি বৃহত্তর উপজেলা। এখানকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে গেছে সীমান্ত থেকে ঝিনাইদহ আদালত পর্যন্ত প্রায় ৭০-৭৫ কিলোমিটার রাস্তা পাড়ি জমাতে হয় এ অঞ্চলের মানুষের। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার মানুষের অনেক কষ্ট লাঘব হবে। এ যাবৎকালের মধ্যে এটিই হবে সবচেয়ে বড় প্রকল্প।