স্টাফ রিপোর্টার: রাত তখন ১১টা। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের আলোচিত ঘোড়ামারা ব্রিজের নিকট সড়কের ধারের গাছের সাথে ধাক্কা মারা ট্রাকের ভেতরে কাতরাচ্ছে একজন। তাকে উদ্ধার করতে খবর দেয়া হয় ফায়ার স্টেশনের সদস্যদের। ট্রাকের ভেতর পা আটকে পড়া রুবেলকে (২০) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শুরু হতে না হতেই সরে পড়ে রুবেল।
রুবেল চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মুন্সিগঞ্জের সেকেন্দার আলীর ছেলে বলে পরিচয় দিয়ে বলেছে, আমি ট্রাকচালক। তবে ওই ট্রাক চালাচ্ছিলাম না। ট্রাকটি চালাচ্ছিলো মুন্সগঞ্জি গড়গড়ির সরোয়ার হোসেন। সে ওই ট্রাকের হেল্পার হলেও সুবদিয়ার সিপি থেকে পোল্ট্রি ফিড নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হয়। আর আমি (রুবেল) বাড়ি ফেরার জন্য ওর ট্রাকে উঠি। রাত আনুমানিক ১১টার দিকে ঘোড়ামারা ব্রিজের নিকট পুলিশ দেখে সরোয়ার ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। সে নেমে সটকে পড়লেও আমার পা আটকে যায় ভেতরে। পুলিশ ছুটে আসে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়েছে।