আলমডাঙ্গায় যাদবপুর পোল্ট্রি ব্যবসার নামে বিপুল পরিমাণ ডিটার্জেন্ট পাউডার গুদামজাত ॥ গুদামে পুলিশের তালা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পল্লি যাদবপুর গ্রামের ডিটার্জেন্টভর্তি একটি গুদামে তালা লাগিয়েছে পুলিশ। শহর ছেড়ে গ্রামে পোল্ট্রি ব্যবসার নামে ঘর ভাড়া নিয়ে ডিলার না হয়েও হঠাৎ ইউনিলিভার কোম্পানির বিপুল পরিমাণ ডিটারিজেন্ট পাউডারে ঘর ভরে তুললে সন্দেহ দানা বাধে গ্রামের সচেতন মহলে। তারা বিষয়টি ইউনিলিভার কোম্পানির স্থানীয় প্রতিনিধিকে জানান। বিষয়টি ইউনিলিভার কোম্পানির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ  গতকাল সোমবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামাল জব্দ করে গুদামঘর তালাবদ্ধ করে।
জানা গেছে, আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের চরযাদবপুর গ্রামের তৌহিদ মোল্লার ছেলে আলমসাধুচালক লিটন তার বাড়ির গুদামঘর ভাড়া দেন আলমডাঙ্গা শহরের গোবিন্দপুরের ছেলে মিঠুর নিকট। পোল্ট্রিফিডের ব্যবসা করবেন বলে তিনি ওই গুদাম ভাড়া নেন। গতকাল সোমবার  হঠাৎ সেই গুদামে ট্রাকভর্তি ( ট্রাকের রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ট-১৬১২৬৪) করে ইউনিলিভার কোম্পানির ডিটার্জেন্ট ‘রিন’ নিয়ে গিয়ে গুদাম ভরে রাখে মিঠু। ইউনিলিভার কোম্পানির ডিলার না হয়েও আলমসাধুচালক লিটনের গুদামে গোবিন্দপুরের ব্যবসায়ী মিঠু কীভাবে ট্রাকভর্তি ডিটার্জেন্ট নিয়ে গুদাম ভরে তুলছে। বিষয়টি গ্রামের সচেতনমহল ভালোভাবে নিতে পারেনি। তারা ইউনিলিভার কোম্পানির এলাকায় প্রতিনিধি নাজমুল হককে বিষয়টি জানিয়ে দেন। নাজমুল হক কোম্পানির সিনিয়র সুপারভাইজার মৃণাল কান্তি বিশ্বাসকে জানান। পরে মৃণাল কান্তি বিশ্বাস ও কোম্পানির চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলের টেরিটরি অফিসার রাকিবুল ইসলাম গতকাল ঘটনাস্থলে ছুটে যান। সে সময় মিঠু কিংবা লিটন কেউ উপস্থিত ছিলেন না। পরে লিটনের মোবাইলফোনে যোগাযোগ করেন। লিটন মোবাইলফোনে তাদেরকে জানান, তিনি গোবিন্দপুরের মিঠুকে গুদাম ভাড়া দিয়েছেন। লিটন এসময় মিঠুর মোবাইলফোনে কল দেন। তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সিনিয়র সুপারভাইজার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ করেন। রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। শ’ শ’ লোকের উপস্থিতিতে গুদামের ডিটার্জেন্ট পাউডার ‘রিন’ জব্দ করে গুদাম তালাবদ্ধ করে রাখেন। পাহারার দায়িত্ব দিয়েছেন ক্যাম্প পুলিশকে।