ভালাইপুর-আসমানখালী সড়কে মোটরসাইকেল-আলমসাধুর সংঘর্ষে তিনজন আহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ লাইনে নিয়োগ পরীক্ষা দিতে আসার পথে মোটরসাইকেল-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৩ বন্ধু আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ৩ বন্ধু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বড় গাংনী পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহীন আলম দিপু ও একই গ্রামের পূর্ব পাড়ার নেকবার আলীর ছেলে হাড়দী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র আবুল বাসার এবং মিয়া পাড়ার উজ্জ্বল মিয়ার ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র তানভীর হাসান অন্তু মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে যাওয়ার উদ্দেশে রওনা দেয়। গতকাল ছিলো চুয়াডাঙ্গা পুলিশ লাইনে পুলিশে লোক নিয়োগ পরীক্ষা। তিন বন্ধুর বাড়ি একই গ্রামে হওয়ায় তারা একই মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলো। পথিমধ্যে ভালাইপুর-আসমানখালী সড়কের খাদিমপুর মোড়ে পৌঁছুলে ভালাইপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে তারা ৩ বন্ধু আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।