জীবননগর ও দামুড়হুদায় পথসভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ—- জঙ্গিমাতা খালেদা দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে

 

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার দামুড়হুদা, কার্পাসডাঙ্গা ও জীবননগরে পথসভা করেছে। এসময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি চেয়ারপারসন জঙ্গিমাতা বেগম খালেদা জিয়া নানা চক্রান্ত করে দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান, কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না। গতকাল সোমবার রাতে জীবননগর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধী পথসভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন। ছাত্রলীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তার সেই স্বপ্ন আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ আজ একটি পরিচ্ছন্ন ও শক্তিশালী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। দেশের উন্নয়নে আজ ছাত্রলীগের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, শক্তিশালী এ সংগঠনটিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

জীবননগর উপজেলা ছাত্রলীগ সভাপতি সোয়েব আহমেদ অঞ্জনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাকিব হাসান সুইম. মেহজাবিন মোস্তাকিম, আবু হানিফ ও ফরিদা পারভীন। উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা। এছাড়াও পথসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন মোল্লা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে দামুড়হুদা আট কবরে ৮ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরাবতা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ। এরপর দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজের শহীদ স্মৃতি কমপ্লেক্স ভবনে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বক্তব্য রাখেন সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি সাকিব হাসান সুইম, সহসভাপতি শেখ তুহিন, সহসভাপতি ডা. চয়ন, সহসভাপতি লিমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ঝিনাইহদ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহামেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন ঘোষ, গুলশান থানা ছাত্রলীগের সভাপতি হামিদুর রহমান নুর, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদক এমএ হানিফ, উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হাবিব অনিক, উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক বেহজাবিন মুস্তাকিন জাবিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, সাবেক শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক সাহবুল হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সাবেক সদস্য খালিদ মাহমুদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীদের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমান আহম্মেদ ডন, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আসরাফুল আলম, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকারসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা বাটকেমারী মোড়ে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক পথসভার আয়োজন করা হয়। গতকাল সোমবার বেলা ৪টার দিকে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাইফুর রহমান সোহাগ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান জেলা আ.লীগ সদস্য খলিলুর রহমান ভুট্টু, আ.লীগ নেতা ইয়াসনবী তরফদার। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাসেবা সম্পাদক এমএ হানিফ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন, ছাকিব হাসান সুইম, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, তুহিন, সাহেদ, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন সাহাজাদা, উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হাবিব অনিক, উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক বেহজাবিন মুস্তাকিন জাবিন, সাংগঠনিক সম্পাদক সৈকত, উপ সমাজসেবা সম্পাদক লিটু, বেসরকারি বিদ্যালয় সম্পাদক পার্থ, সাবেক দর্শনা কলেজের জিএস আব্দুল হামিদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু, সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক, সাবেক সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, মকছেদ, টিটু, শরিফ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমান আহম্মেদ ডন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাধারণ সম্পাদক সজল, সাংগঠনিক সম্পাদক মাফিজুর রহমান মাফি, কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জানিফ, প্রচার সম্পাদক জ্যাকি, দফতর সম্পাদক হাতেম আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা রকিব, রমজান, লিমন খান, আক্তার কামরুল, রাজ, বকুল বিশ্বাস, বকুল, স্বপন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চানলা করেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবা সম্পাদক এমএ হানিফ।