আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আবু হাসান বাচ্চুর পিতৃবিয়োগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আবু হাসান বাচ্চুর পিতা আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী চুয়াডাঙ্গা বণিক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ আফাজ উদ্দিন মিয়া (৮৮) আর নেই (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মরহুম আলহাজ আফাজ উদ্দিন মিয়া আলমডাঙ্গার মৃত আমানত আলীর ছেলে। তিনি ১৪ এপ্রিল দিনগত রাত ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। আলমডাঙ্গার এ প্রবীণ ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সেখ সামসুল আবেদী খোকন, উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, পৌর চেয়ারম্যান হাসান কাদির গনুসহ শহরের ব্যবসায়ীমহল, প্রবীণ ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ, শিক্ষকসমাজ, তার বাড়িতে ছুটে গিয়ে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, আলহাজ আফাজ উদ্দিন মিয়া আলমডাঙ্গায় দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করেছেন। তিনি একদিকে যেমন জনপ্রিয় তেমনি সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠালগ্নে তার সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে। আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাড়াও আফাজ উদ্দীন মিয়ার অন্য সন্তানদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বা প্রকৌশলী হিসেবে দেশে-বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। গতকাল বাদ জোহর দারুস সালাম প্রাঙ্গণে মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, দারুস সালাম কমিটির সভাপতি আলহাজ আব্দুল হামিদ মিয়া ও মরহুমের বড় ছেলে আলহাজ আবু হাসান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন প্রমুখ। জানাজা শেষে লাশ দারুস-সালাম কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান বাচ্চু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন। জানাজা পরিচালনা করেন মওলানা আলহাজ আব্দুল কাদের।