স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নিজের রেজিস্ট্রিকৃত ভিটা জমি অন্য একটি পক্ষ দাবি করে হয়রানি করছে। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে আলী আকবার পৈত্রিক সম্পত্তিতে পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন এবং পাকা ঘর নির্মাণ শুরু করেছেন। হঠাৎ করে এই জমি নিজের বলে দাবি করে ঘর নির্মাণ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মৃত বটু কেষ্টের ছেলে মৃত্যুঞ্জয়। এ দাবি তুলে মৃত্যুঞ্জয় জমির প্রকৃত মালিক আলী আকবার গংয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত তদন্ত দেয় উপজেলা ভূমি অফিস সার্ভেয়ারের কাছে। তদন্ত প্রতিবেদনে মৃত্যুঞ্জয়ের কোনো কাগজপত্র নেই বলে উল্লেখ করেন এবং জমির মালিক আলী আকবার গংয়ের দখলে আছে বলে উল্লেখ করা হয়। জমির খাজনা দেয়ার দাখলে থাকলেও মৃত্যুঞ্জয় নানাভাবে হয়রানিসহ জমির প্রকৃত মালিকের সুনাম নষ্ট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সুনজর কামনা করেছে জমির প্রকৃত মালিক।