মাথাভাঙ্গা মনিটর: আড়াই কোটি রুপি দিয়ে বিরাট কোহলির কাছ থেকে এডি গাড়ি কিনে বান্ধবীকে উপহার দিয়েছেন এক যুবক। কিন্তু প্রতারণার দায়ে তাকে শুক্রবার রাতে মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্রের থানে জেলার পুলিশ। ২৪ বছর বয়সী ওই যুবকের নাম সাগর ঠাক্কার। একটি কল সেন্টারকে ঘিরে সে ও তার সহযোগিরা প্রতারণার জাল বুনেছিলেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানায়, ২০১৩ সাল থেকে সে প্রায় ৩০০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে। একজন মার্কিন কর কর্মকর্তার পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে সে এ অর্থ হাতিয়ে নিয়েছে। যাদের বেশিরভাগেরই দক্ষিণ এশিয়ার নাগরিক। পুলিশ জানায়, সাগর বিলাসী জীবনযাপন করেন। তাকে মুম্বাইয়ের বড় বড় পার্টিগুলোতে প্রায়ই দেখা যায়। সবসময় তিনি দেহরক্ষী ও গাড়ি বেষ্টিত হয়ে চলাফেরা করেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, গত বছরের মে মাসে কোহলির কাছ থেকে গাড়ি কিনে বান্ধবীর জন্মদিনে উপহার দেন সাগর। থানে পুলিশ প্রধান পারাম বীর সিংহ বলেন, ঘটনা যাই হোক, কোহলি এসবের কিছুই জানেন না। তিনি না জেনেই গাড়ি বিক্রি করেছিলেন। বিলাসবহুল ওই গাড়িটি আহমেদাবাদ থেকে জব্দ করা হয়েছে।