চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের শিশু শিক্ষার্থীদের স্টিলের স্কেল দিয়ে পেটালেন শিক্ষক অনিমেষ

 

স্টাফ রিপোর্টার: সামান্য দুষ্টুমির কারণে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পেটালেন শিক্ষক অনিমেষ কুমার সরকার। গতকাল শনিবার সকালে ষষ্ঠ শ্রেণির ৮ শিক্ষার্থীকে তিনি স্টিলের স্কেল দিয়ে বেদম পেটান। কয়েকজন শিক্ষার্থী তাদের অভিভাবককে জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রায়ই ওই শিক্ষক শিশু শিক্ষার্থীদের  নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

অভিভাবকদের কয়েকজন অভিযোগ করে জানান, বিদ্যালয়ের প্রভাতী শিফটের ষষ্ঠ শ্রেণির মেঘনা শাখার তৃতীয় নম্বর ক্লাসে গণিত বিষয়ে পাঠদান করতে যান বিদ্যালয়ের শিক্ষক অনিমেষ কুমার সরকার। ক্লাসের ফাঁকে তিনি কিছু সময়ের জন্য বেরিয়ে যান। এ সময় শ্রেণির ৮ জন ছাত্র নিজ নিজ বেঞ্চ থেকে বেরিয়ে কক্ষেই পায়চারি করছিল। এ কারণে শিক্ষক ক্লাসে ফিরে ওই শিক্ষার্থীদের ব্লাকবোর্ডের দিকে মুখ করিয়ে দাঁড় করান। এরপর একে একে তাদেরকে স্টিলের স্কেল দিয়ে বেদম পেটান। তারা কান্নাকাটি করলেও শিক্ষকের ভয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি। পরে নির্যাতিত কয়েকজন ছাত্র ছুটির পর তাদের অভিভাবদের জানিয়ে দেয়। নির্যাতিত ছাত্রদের কয়েকজন জানায়, স্যার অনিমেষ কুমার সরকার ক্লাসে এসে মাঝে মাঝে চেয়ারে বসে মোবাইল ঘাটেন। এ ব্যাপারে বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানার জন্য প্রধান শিক্ষক মাহফুজুল হোসেনের কাছে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।