ড. এ.আর মালিক ইংলিশ স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং ৪ এপ্রিল ছিলো সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতাটি চাঁদমারী মাঠে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্কুল চত্বরে। অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ ড. মো. আব্দুস সবুরের স্বাগত ভাষণে তিনি বলেন, ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করেন। অতঃপর একট চমৎকার সুশিক্ষায় সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ছিলো বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃতি, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রফেসর ড. রাবেয়া বেগম, অধ্যক্ষ নওরোজ মো. সাইদ, অধ্যাপক ইস্রাফিল হোসেন, চুয়াডাঙ্গা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাড. নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. আজাদ মালিতা। আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আজ ৫ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি