মাথাভাঙ্গা মনিটর: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের জন্য হার্ড হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইংল্যান্ড এন্ড ওয়েলসে আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য আইসিসির এ ইভেন্টে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ হিসেবে হ্যাম্পশায়ারের সাবেক ব্যাটসম্যান ও হার্ড হিটিং কোচ উডকে নিয়োগ দেয়া হয়েছে বলে টাইমস পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।
মে মাসে ব্রিসবেনে ১০ দিনের একটি ক্যাম্প পরিচালনা করবেন ৪৮ বছর বয়সী উড। এছাড়া ২৪ জুন শুরু বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে তিনি অস্ট্রেলিয়া মহিলা দল নিয়েও কাজ করবেন। বিদেশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের সহায়তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া এর আগে বিভিন্ন কোচ নিয়োগ দিয়েছিল। যেমন সদ্য শেষ হওয়া ভারত সফরের আগে স্পিন কোচ হিসেবে ইংল্যান্ডের মন্টি প্যানেসারকে নিয়োগ দেয়া হয়েছিলো। একজন ফ্রিল্যান্স কোচ হিসেবে পরিচিত উড এর আগে বিভিন্ন কাউন্টি ও ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করেছেন।