বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। ক্রীড়া প্রতিযোগিতায় বেলুন ফোটানো নিয়ে বিদ্যালয়ের সভাপতি ও তার লোকজন তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে চিকিৎসাধীন।
জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ দু দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল বুধবার প্রথম দিন ছিলো ক্রীড়া প্রতিযোগিতা। বিকেল ৪টার দিকে বেলুন খেলা চলা অবস্থায় গ্রামের ওমর আলীর ছেলে মানসিক ভারসাম্যহীন শাহাবুর রহমান (২০) একটি বেলুন ফুটিয়ে ফেলে। এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব হোসেন তার অনুসারী ইয়ামিন, রুবেল, বাপ্পীসহ কয়েকজন দা ও লাঠিসোঁটা দিয়ে বেদম মারপিট করে শাহাবুরকে। পরে শাহাবুরের ভাই মাহাবুর ও তার খালা নাজেরা বেগম মারার কারণ জানতে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করে বিপ্লব ও তার লোকজন। এ নিয়ে হট্টগোল শুরু গেলে গহেরপুর ঈদগাপাড়া ও মসজিদপাড়ার উচ্ছৃঙ্খল ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া শুরু করে। এতে গ্রামের মধ্যে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। মাহাবুরের ভাই শাহাবুর বলেন, আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। মামলা করবো বলে থানায় এসেছি। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপ্লবের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইলফোন রিসিভ করেননি।