বৃষ্টিতে ভেসে গেল তাসকিনের ম্যাচ

মাথাভাঙ্গা মনিটর: চার বছর আগে ঠিক এই দিনে শ্রীলঙ্কার করা তিন শতাধিক রানের জবাবে এমনই বৃষ্টির কবলে পড়েছিলো বাংলাদেশ। সে দফা বৃষ্টি থামার পর ম্যাচ জিতেছিলো। কিন্তু এবার আর খেলাই হলো না। রোমাঞ্চে পানি ঢেলে দিলো বৃষ্টি। পরিত্যক্ত হয়ে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি। বৃষ্টিতে এই ম্যাচ ভেসে যাওয়ায় আর সিরিজ হারের অন্তত সম্ভাবনা নেই বাংলাদেশের। আগামী ১ এপ্রিল কলম্বোতে সিরিজ জয়ের জন্য লড়বে মাশরাফির দল। শ্রীলঙ্কা ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩১১ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। মুছে যায় ম্যাচ। সব কিছু মুছে গেলেও ডাম্বুলার এই দ্বিতীয় ম্যাচ থেকে মুছে যাবে না তাসকিন আহমেদের কীর্তি। বাংলাদেশের মাত্র পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করে ফেলেছেন তাসকিন। বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করা বোলার ছিলেন শাহাদাত হোসেন। এরপর একে একে আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম করেছেন এই কীর্তি। তবে রুবেল ও তাসকিন একটু আলাদা মর্যাদা পাবেন। এরাই কেবল জিম্বাবুয়ে ছাড়া কারো বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। শেষ ওভারের তৃতীয় বলে ওই গুনরত্নেকে আউট করেই শুরু করলেন। ফুল লেন্থের বল ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দিলেন; সহজে সেটা হাতে নিয়ে নিলেন সৌম্য সরকার। পরের ডেলিভারি ছিল ফুলটস। এই বলেই মিড উইকেটে লাকমলের ক্যাচ লুফে নিলেন মুস্তাফিজুর রহমান। হ্যাটট্রিক করার জন্য প্রথম দুটো বল খুব ভালো ছিল না। তবে শেষ বলটায় সব পুষিয়ে দিলেন। শেষ ব্যাটসম্যান নুয়ান প্রদীপ বলের গতি বুঝেই উঠতে পারেননি। ব্লকহোলে ১৪১ কিলোমিটার গতির একেবারে নিখুঁত ইয়র্কার। শেষ ব্যাটসম্যান তো বটেই, ইনফর্ম টপ অর্ডার খেলোয়াড়ের জন্যও এই বলে উইকেট বাঁচানো কঠিন ছিল। তাসকিনের হ্যাটট্রিকের আগ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংসে বাংলাদেশের হতাশা ছাড়া আর কোনো প্রাপ্তি ছিল না। অবশ্য শুরুটা অন্য রকম হয়েছিল। শুরুতেই বিপদ হয়ে ওঠার ইঙ্গিত দেওয়া গুনতিলকাকে মাশরাফি নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে ফেরত পাঠান। এরপরই দারুণ হতাশা উপহার দিতে থাকেন উপল থারাঙ্গা ও কুশল মেন্ডিস।দ্বিতীয় উইকেটে এই দুজন যোগ করেন ১১১ রান। ৭৬ বলে ৬৫ রান করে রান আউট হয়ে ফেরেন থারাঙ্গা। এরপর দিনেশ চান্দিমালের সাথে আবার ৮৩ রানের জুটি করেন কুশল। শ্রীলঙ্কার স্কোর পৌঁছায় ২ উইকেটে ২১২ রানে। এই সময়ে পরপর দুটো উইকেট তুলে নেন মুস্তাফিজ ও তাসকিন। ১০২ রান করে ফেরেন কুশল মেন্ডিস। তারপরও গুনরত্নের ২৮ বলে ৩৯ ও শ্রীবর্ধনের ৩০ বলে ৩০ রানে তিনশ ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। আর এরপরই তাসকিন শেষ ওভারের ঝড়ে আর বেশিদূর এগোতে দেননি লঙ্কানদের।