গাংনীর হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভায় এমপি মকবুল হোসেন

 

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ করো জন্যই মঙ্গলজনক নয়

গাংনী প্রতিনিধি: জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরদ্ধে ছাত্র-ছাত্রীসহ সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর গাংনীর হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গি ও মাদক কারো জন্যই সুখকর নয়। আজকে যারা এসবে মদদ দিচ্ছেন তারা একাত্তরের মতই দেশ বিরোধী হিসেবে চিহ্নিত হচ্ছেন। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে আশা প্রকাশ করে প্রধান অতিথি আরও বলেন, এই ছাত্র-ছাত্রীদের মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে দেশের ভবিষ্যত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় আইটি জ্ঞান চর্চায় আরও বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। বিদ্যালয়টির বিভিন্ন সমস্যা সমাধানেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের দৈন্যদশা তুলে ধরেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম জামাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, গাংনী উপজেলা কমান্ডার মুন্তাজ আলী, জেলা সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, জেলা পরিষদ সদস্য তৌহিদ মোর্শেদ অতুল, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, আ.লীগ নেতা শহিদুল শাহ, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ইনামুল হক, গাংনী উপজেলা সভাপতি মনিরুজ্জামান আতু ও শহীদ স্মৃতি পাঠাগার সহসভাপতি ইয়াছিন রেজা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও আলমগীর হোসেন মিঠু। আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা।