অস্ট্রেলিয়ার উপকূলে আঘাত হেনেছে ঘুর্ণিঝড় ডেবি
মাথাভাঙ্গা মনিটর: ঘণ্টায় ২৬৩ কিলোমিটার বেগে ধাবমান শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’ আঘাত হেনেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের বিভিন্ন পর্যটন শহরে। এতে ওই এলাকার ২৩ হাজারের বেশি বাড়িঘর ইতোমধ্যে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্যাটাগরি-৪’র ঘূর্ণিঝড়টি মঙ্গলবার স্থানীয় সময় দুপুর নাগাদ অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। কতৃপক্ষ বলছে, ২০১১ সালের পর এমন শক্তিশালী ঘূর্ণিঝড় আর হয়নি। আর এঝড়টি ঘণ্টাখানেক সময় ধরে বয়ে যেতে পারে। সতর্কতা হিসেবে এরই মধ্যে প্রায় ২৫ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্র ইতোমধ্যে হুইটসানডে দ্বীপপুঞ্জে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সেখানে ঘরবাড়ির ছাদ উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়টি উপকূল রেখা অতিক্রম করে কুইন্সল্যান্ডের টাউনসভিল থেকে প্রোসারপাইন এলাকার মধ্যে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া ব্যুরো।
বর্ণবাদবিরোধী মুসলিম নেতা আহমেদ ক্যাথরাডার মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার বর্ণববাদবিরোধী মুসলিম নেতা আহমেদ ক্যাথরাডা মারা গেছেন। দেশটির কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার সাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার জোহানেসবার্গের একটি হাসপাতালে মস্তিস্কে অস্ত্রোপচারের পর অসুস্থ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। বর্ণবাদ বিরোধী নেতা আহমেদ ক্যাথরাডা তার ঘনিষ্ঠ বন্ধু ও কারাসঙ্গী ম্যান্ডেলার মতো আন্তর্জাতিকভাবে তেমন স্বীকৃতি পাননি। কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকার অন্যতম জনপ্রিয় ও নন্দিত বর্ণবাদবিরোধী নেতাদের একজন ছিলেন। তাকে দেশটির মানুষ ভালোবেসে আংকেল ক্যাথি বলে ডাকে। ১৯৪৬ সালে ভারতীয় দক্ষিণ আফ্রিকানদের প্রতি বৈষম্যমূলক আইনের প্রতিবাদ করতে গিয়ে আরও দুই হাজার প্রতিবাদকারীর সাথে গ্রেফতার হন আহমেদ। মাত্র ১৭ বছর বয়সের এই ঘটনার মধ্যদিয়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।
জার্মানির জাদুঘর থেকে ১০০ কেজির এক স্বর্ণমুদ্রা চুরি
মাথাভাঙ্গা মনিটর: জার্মানির জাদুঘর থেকে ১০০ কেজি ওজনের একটি স্বর্ণমুদ্রা চুরি গেছে। মুদ্রাটির দাম ৪ মিলিয়ন ডলার বা প্রায় ৩২ কোটি টাকা। গত সোমবার বার্লিনের বোডে জাদুঘর থেকে বহুমূল্য ওই মুদ্রাটি চুরি হয়। জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানায়, চুরি যাওয়া বিগ ম্যাপল লিফ নামের বিশাল স্বর্ণমুদ্রাটি বড় একটি ম্যাপল পাতার আদলে তৈরি করা হয়েছিলো। কানাডার সরকারি মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল কানাডিয়ান মিন্ট স্মারক হিসেবে ২০০৭ সালে এটা তৈরি করে। ৫৩ সেমি. পরিধি (২১ ইঞ্চি) ও তিন সেমি. পুরু এই মুদ্রায় রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি অঙ্কিত আছে। জার্মান পুলিশ এক টুইটার বার্তায় জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে জাদুঘরের ভেতরে ঢুকে মুদ্রাটি চুরি করে চোরেরা। ভেতরে ঢোকার জন্য সম্ভবত একটি মই ব্যবহার করেছে তারা। জাদুঘরের কাছেই একটি রেললাইনে মইটি পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা
মাথাভাঙ্গা মনিটর: চাঁদা না দেয়ায় দক্ষিণ আফ্রিকায় আজিজুর রহমান সোহেল (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে সোহেলের খালাতো ভাই সুমনও (৩৫) গুরুতর আহত হয়েছেন। নিহত সোহেলের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামে। তিনি ওই গ্রামের আরিফ হোসেনের ছেলে। নিহতের চাচাতো ভাই বাবলু জানান, ২৪ মার্চ রাতে একদল দুর্বৃত্ত সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সোহেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহেলের একটি সন্তান রয়েছে। গতরাতে আফ্রিকা থেকে তার লাশ বাংলাদেশে আসার কথা ছিলো। সোহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আর তার পরিবারে চলছে মাতম।