দেশ ও জাতির উন্নয়নে যুবলীগের কোনো বিকল্প নেই

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা

 

দর্শনা অফিস: অবশেষে ঘটলো সকল জল্পনা-কল্পনার অবসান। দীর্ঘ ১ যুগ পর দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সম্মেলনে কমিটি ঘোষণা দেয়া সম্ভব হয়নি। আগামী ২-১ দিনের মধ্যেই প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির নাম ঘোষণা করা হতে পারে বলে উপজেলা যুবলীগের প্রেস বিবৃতিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কার্পাসডাঙ্গা ঈদগা মাঠে আয়োজন করা হয় যুবলীগের ইউনিয়ন সম্মেলন। বিকেল ৪টার দিকে মূল আলোচনা পর্ব শুরু হলেও দুপুর দুটো থেকেই যুবলীগের খণ্ড খণ্ড মিছিলে মিছিলে সমবেত হয় সভাস্থলে। আলোচনাপর্বের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। তিনি এ সময় বলেন, যুবসমাজ হচ্ছে দেশ ও জাতির অন্যতম চালিকা শক্তি। দেশের বৃহত্তর স্বার্থে যুগে যুগে যুবসমাজের ভূমিকা অপরিসিহীম। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আহ্বানে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে যুবসমাজের ভূমিকা ছিলো ঈর্ষনীয়। যুবলীগ যুগে যুগে দেশ, জাতি তথা মানুষের কল্যাণে কাজ করেছে নিরন্তর। দলের নিবেদীত সংগঠন যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে যুবলীগ কার্যক্রম প্রশংসনীয়। তাই যুবশক্তিকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে।

প্রধান বক্তার বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অসাংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির মুক্তিদাতা, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যুবসমাজের ভূমিকা রয়েছে অনেক। এক সময়ের যুবলীগ নেতারা এখন জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন। দেশ পরিচালনায় তাদের রয়েছে অফুরন্ত অবদান। দেশ ও জাতির উন্নয়নে যুবলীগের কোনো বিকল্প নেই। যুবলীগ আমার প্রাণের সংগঠন। এ সংগঠনটি শেখ মুজিবুর রহমানের আত্মার সাথে মিশে থাকবে অনন্তকাল। এ দেশের যুবসমাজ, ছাত্রসমাজ তথা সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। দেশের উন্নয়নকে বাধাগ্রন্ত করার পাঁয়তারায় মেতেছে জামায়াত-শিবির ও জঙ্গিবাদ। যুবলীগকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অরাজকতা মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের, নিরক্ষর ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনে এগিয়ে আসতে হবে। কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দামুড়হুদা উপজেলা আ. লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করীম ইনু, নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলী তরফদার, সাধারণ সম্পাদক নজির আহম্মদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, মমিন মাস্টার, আ.লীগ নেতা সরোয়ার হোসেন, হাসমত আলী শিক্ষক, শওকত আলী, মিন্টু, আব্দুল জলিল, রেকাব, শমসের, খালেক, সিরাজ, নজরুল , মারুফ শাহ, আব্দুল করিম, মিল্টন, রবিউল হোসেন শুকলাল, রেজাউল করিম, আবু সাইদ, লুৎফর রহমান, সমির, ইয়াচনবী প্রমুখ।

যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মুকুলের উপস্থাপনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ছোট, হযরত আলী, শেখ আসলাম আলী তোতা, শরীফ, সাইফুল ইসলাম শিক্ষক, মেহেদী হাসান মিলন, মোস্তফিজুর রহমান কচি, আ. রাজ্জাক, শরিফ রতন, সাজেদুল ইসলাম মিঠু। উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজু আহম্মদ রিংকু, পৌর ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম ববি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুজ্জামান রানা, সানাউল কবীর শিরিণ, ফারুক আহম্মদ প্রমুখ। এদিকে দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুগ্মআহ্বায়ক আ. হান্নান ছোট স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সম্ভব হয়নি। ২-১ দিনের মধ্যে কমিটি গঠন করে ঘোষণা দেয়া হতে পারে।