চুয়াডাঙ্গার বিত্তেরদাড়ির করিমনচালক মামদুল অপহরণ?

পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বিত্তেরদাড়ি গ্রামের করিমনচালক মামদুলকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অপহরণকারীরা মোবাইলফোন ও বিকাশ নম্বর দিয়ে অপহৃত মামদুলের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করছে। দু দিন ধরে পরিবারের সাথে অপহরকদের সাথে দরকষাকষি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মুক্তিপণের টাকা না পেয়ে মামদুলের ওপর নির্যাতন চালাচ্ছে অপহরকচক্র। টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মুক্তিপণের টাকা না দিতে পেরে দিশেহারা হয়ে পড়েছেন মামদুলের পরিবারের লোকজন।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের মৃত আলাউদ্দীনের ছেলে করিমনচালক মামদুল (৩০) প্রতিদিনের ন্যায় গত সোমবার সকালে করিমন নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে অপরিচিত নাম্বার থেকে মামদুলের পরিবারের সদস্যদের নিকট একটি ফোন আসে মামদুল তাদের হেফাজতে আছে তাকে ফিরে পেতে ১ লাখ টাকা মুক্তিপণ লাগবে। এমন সংবাদে পরিবারের লোকজনের মধ্যে শুরু হয় উদ্বেগ-উৎকণ্ঠা। মামদুলের ভাই আইনাল হোসেন বলেন, আমি ঢাকায় ছিলাম অপহরকচক্রের সদস্যরা প্রথমে ০১৯৫৪১৫৩০২৪ নম্বর মোবাইল থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা নিয়ে কোথায় যাবো এমন প্রশ্ন করলে অপহরকচক্ররা সদস্যরা কখনও কালীগঞ্জ, কখনও যশোর আবার কখনও বেনাপোল এলাকায় আসতে বলছে। এ নিয়ে দু দিন ধরে মামদুলের পরিবারের সদস্য এবং অপহরকচক্রের সদস্যদের সাথে দরকষাকষি চলচ্ছে। অবশেষে অপহরকচক্র ২০ হাজার টাকা দাবি করে এবং ০১৯১০৩৩৫৭৩৩ এ বিকাশ নম্বরের পাঠিয়ে দিতে বলে। মুক্তিপণের টাকা না পেয়ে অপহরকচক্রের সদস্যরা মামদুলের ওপর শারীরিক ও মানুষিক নির্যাতন চালাচ্ছে যা মোবাইলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে শোনাচ্ছে। মুক্তিপণের টাকা না দিলে মামদুলকে হত্যা করা হবে বলেও জানিয়ে দিয়েছে অপহরণকারীরা। এ বিষয়ে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই লিটন গাজী বলেন, বিষয়টি আমি শুনেছি। থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দিয়েছি মামদুলের পরিবারের লোকজনের।