দামুড়হুদার জয়রামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন

 

মাইকিং করে সড়কে সব ধরনের অবৈধযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর স্কুল বটতলায় স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সড়কে নসিমন, করিমন, আলমসাধু, ইজিবাইকসহ সব ধরনের অবৈধযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অবৈধযান চলাচলের ওপর পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এ সংক্রান্ত জেলা পুলিশ সুপারের নির্দেশে মাইকিং করা হয়েছে। মাইকিং করার পর গতকাল ১৩টি ইজিবাইক এবং ৪টি আলমসাধুসহ ১৭টি অবৈধযান আটক করে থানায় নেয়া হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকের ৫শ টাকা করে জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি আরও জানান, আজ থেকে চুয়াডাঙ্গা-দর্শনা, দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কসহ কোনো সড়কেই সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ইজিবাইক, আলমসাধু, নসিমন, করিমনসহ সব ধরনের অবৈধযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই সমস্ত অবৈধযান রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল করতে পারবে। তবে কোনো যাত্রীবহন করতে পারবে না।