চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ইটভাটা মালিক সমিতির কার্যালয়ের সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাজি মো. আজিজুল হক। সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের কৃষি বিয়ষক সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি কেন্দ্রীয় নেতা মাহাবুল আলম শান্তি, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিছুর রহমান স্বপন ও আব্দুল্লাহ আল হুসাইন দিপন। এ বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আবু সুফিয়ান বিল্লাল ও আব্দুল মতিন দুদু, দামুড়হুদা শাখার সভপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক ও সন্টু মাস্টার, আলমডাঙ্গা শাখার সভাপতি এম আজিজুল হক ও জীবননগর শাখার সভাপতি ও সম্পাদক নুরুল ইমলাম ও আব্দুল ওহাব, জুড়ানপুর ইউপি সভাপতি শরিফ উদ্দিন, পাচু মল্লিক, পিরোজখালী ইউপি সভাপতি আনোয়ার হোসেন, নাটুদহ ইউপি সভাপতি মোশারফ হোসেন, দামুড়হুদা ইউপি সভাপতি বদরউদ্দিন, হারদী ইউপি ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শাহাবুল হক, হাউলী ইউপি সভাপতি আবুল হাশেম, হারদী ইউপি সভাপতি মহিদুল ইসলাম মনজু এবং মারুফ হোসেন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল খালেক। সভার শুরুতে কৃষকলীগের ১০ জন নেতাকর্মীর অকাল মৃত্যুতে তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ এপ্রিল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাজি আজিজুল হককে আহ্বায়ক এবং অ্যাড. তছিরুল আলম মালিক ডিউকে সদস্য সচিব নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।