আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কবীর দুখু মিয়া: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলের মধ্যদিয়ে ২ দিনব্যাপি বিভিন্ন ইভেন্টের খেলা শেষ হওয়ার পর গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সহকারী শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো.শাখাওয়াত হোসেন টাইগার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো জাকির হোসেন, মো.দবির আহমেদ, ক্রীড়া শিক্ষক মো.সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. রহমত আলী, মসলেম উদ্দিন, খোন্দকার চান আলী, শিক্ষক মো. সহিদুল ইসলাম, আছির উদ্দিন, মোছা .খাতিজা বেগম, মোছা. বিলকিস খাতুন, সিরাজুল হক, আব্দুল মান্নান,  এমএস আশিফ মিয়া, মাইদুল হক খাজা, হাতেম উদ্দিন, আব্দুল বারিক, সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ মো. কাজি বায়োজিত আহমেদ ও  মাও. দাউদ হোসেন। ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃর্স্ফুত অংশগ্রহণের অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়ায় এ ক্রীড়া উৎসবের সাথে সকল শিক্ষক পরিচালনা কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সাইফুল ইসলাম স্বপন।