৫০ পিস ইয়াবাসহ আলমডাঙ্গায় ঈশ্বরচন্দ্রপুরের দম্পতি আটক

পুলিশ সুপারের মাদকব্যবসা ত্যাগের তালিকায় নাম লিখিয়ে ফেনসিডিল ব্যবসায়ীর এখন ইয়াবা ব্যবসা শুরু

 

আলমডাঙ্গা ব্যুরো: ৫০ পিস ইয়াবাসহ আলমডাঙ্গা থানা পুলিশ চুয়াডাঙ্গা জেলার ঈশ্বরচন্দ্রপুরের এক মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা শহরের গোহাটের নিকট এক মাদকব্যবসায়ী দম্পতি ইয়াবার চালান নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আলমডাঙ্গা থানার এসআই একরাম হোসেন অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী  নিলুফা খাতুন (২৭)। মনিরুল ইসলামের পকেট তল্লাশি করে পুলিশ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

আটক মাদকব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, সে আগে ফেনসিডিল বিক্রি করতো। পুলিশ সুপারের আহ্বানে সাড়া দিয়ে তিনি মাদকব্যবসা ছেড়ে দেয়ার তালিকায় নাম লেখান। এরপর আর ফেনসিডিল বিক্রি করেননি। এখন ইয়াবা বিক্রি করছেন। কুষ্টিয়া মজমপুর এলাকার আজাদ নামের এক মাদকব্যবসায়ীর নিকট থেকে তিনি গতকাল ৫০ পিস ইয়াবা কিনে আলমডাঙ্গায় উপস্থিত হলে পুলিশ তাদের আটক করে বলে জানান। স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে যাতায়াত করলে সাধারণত মাদকব্যবসার সাথে জড়িত এমন সন্দেহ কেউ করে না। তাই মাদকব্যবসায়ী মনিরুল ইয়াবা কিনতে স্ত্রীকে সাথে নিয়েছিলেন।