মেহেরপুর অফিস: ‘আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ পালন উপলক্ষে জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়নের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি অনন্ত কুমার হালদার, সাধারণ সম্পাদক মৃন্ময় শাহালব, সহসভাপতি মহাদেব বাঁশফোর, কোষাধ্যক্ষ শ্যামল হালদার, সদস্য দীপক হালদার, শিমুল হালদারসহ দলিত সম্প্রদায়ের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।