মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর ভৈরব নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মিলন (৩০) নামের এক ট্রলি চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলার গোপিনাথপুর গ্রামের ভৈরব নদীর পাড় থেকে তাকে ট্রলিসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন। সে পুরন্দপুর গ্রামের ফজলুল মণ্ডলের ছেলে।
তিনি জানান, গোপিনাথপুর গ্রামের ভৈরব নদীর পাড়ে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ট্রলি নিয়ে চালকরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি ট্রলিসহ মিলনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।