শীর্ষস্থান আরও সুসংহত করতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

 

মাথাভাঙ্গা মনিটর: এক ম্যাচ কম খেলেও স্প্যানিশ ফুটবল লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ২৬ খেলায় ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারা। এবার শীর্ষে থাকার অবস্থাটা আরও সুসংহত করার লক্ষ্য নিয়ে আজ নিজেদের ২৭তম ম্যাচে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও এর মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়।

২৪তম ম্যাচে লাস পালমাসের সাথে ৩-৩ গোলে ড্র’র পর টানা দুই ম্যাচে জয়ের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। এই দু’জয়ে আবারো চাঙ্গা হয়ে উঠে তারা। রিয়ালের চাঙ্গা ভাবটা দ্বিগুন হয়েছে গেল রোববার। কারণ ওইদিন নিজেদের ২৭তম ম্যাচে ডের্পোতিভো লা করুনার কাছে ২-১ গোলে হারে বার্সেলোনা। লা করুনার বিপক্ষে জিততে পারলে এক ম্যাচ বেশি খেলেও, রিয়ালের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে উঠতে পারতো বার্সা। কিন্তু বার্সার ঐ হারে টেবিলের শীর্ষস্থান রিয়ালের দখলেই থেকে যায়।