টিপ্পনী:

 

খবর: (গাংনীর রাইপুরে স্কুলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন)

ঘরে বসেই চাকরি করেন
বেতন মাসে মাসে,
ধীরে ধীরে জীবনে খুব
শান্তি নেমে আসে।

বিদ্যালয়ে যাইনে আমি
পাচ্ছি বেতন ঠিকই,
কম পাবো না মাসের শেষে
একটা কানা শিকি।

দিচ্চি ফাঁকি মনের মতো
নিচ্ছি বেতন কষে
ওপর তলায় মামা আছেন
আমার হয়ে বসে।

ঝড় লাগে না গায়ে আমার
কিংবা কোনো হাওয়া,
তাই চলে গো বেতন-ভাতা
মাংনা ফ্রি খাওয়া।

-আহাদ আলী মোল্লা