গাংনী প্রতিনিধি: ডলি খাতুন নামের এক গৃহবধূর আগুনে পড়ে মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে নিজ বাড়িতে মশার কয়েল থেকে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দুই কন্যা সন্তানের জননী। ডলি খাতুন বাওট গ্রামের মিনারুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, দু দিন ধরে জ্বরের কারণে অসুস্থ ছিলেন ডলি খাতুন। গত মঙ্গলবার গভীর রাতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইট বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডলির শরীরের বিভিন্ন স্থানে। আগুনে শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। রাতেই তাকে স্থানীয় একটি ক্লিনিক থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মরদহে ময়নাতদন্ত করিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।