কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বজলুর রহমান মজনু নামে এক শ্রমিক সরদারকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার আল্লারদর্গাস্থ বিশ্বাস এগ্রো ফুড চাউলের মিলের শ্রমিক সরদার পাশ্ববর্তী চামনাই গ্রামের খোদা বক্সের ছেলে মজনুকে (৩৫) রোববার সন্ধ্যায় ৫-৭ জন দুর্বৃত্ত বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। মজনুর পরিবার অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে দৌলতপুর থানায় অভিযোগ করে। এরপর গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পাশ্ববর্তী আমদহ মাঠের মধ্যে ক্ষেতে কর্মরত কৃষকরা একটি তামাক ক্ষেতের মধ্যে মুখ ও হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারকে খবর দিলে মুমূর্ষ অবস্থায় মজনুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষরা মজনুকে মারপিট করে হাত পা বেঁধে মুখে বিষ ঢেলে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।