ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে নাদাল

 

মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।  গত রোববার পঞ্চম বাছাই নাদাল আর্জেন্টাইন গুইডো পেলাকে ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। এই জয়ে সম্ভাবনা জেগেছে আরেকটি ফেদেরার-নাদাল লড়াইয়ের। শেষ ১৬’তে দেখা হতে পারে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের দুই ফাইনালিস্টকে।

গতকাল আরো জয় তুলে নিয়েছেন চতুর্থ বাছাই কেই নিশিকোরি। সরাসরি সেটে এই জাপানীজ তারকা ব্রাইটন ড্যান ইভান্সকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেছেন। নাদাল, ফেদেরার, নিশিকোরি ও দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ প্রত্যেকেই একইদিকে ড্র’তে রয়েছেন। নাদাল বলেছেন, আমি সবসময়ই ড্র’টা লক্ষ্য করি। একদিন শেষ হলে পরের দিন নিয়ে চিন্তা করি। এভাবেই আমি পরবর্তী ম্যাচের ওপর গুরুত্ব দেই। কিন্তু নিশিকোরি বলেছেন, কখনই আমি ড্র নিয়ে চিন্তা করি না। সে কারণেই আমি দেখি না পরের ম্যাচে আমার প্রতিপক্ষ কে।