আলমডাঙ্গায় বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যেগে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, অফিসার ইনচার্জ আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, সহ-সভাপতি মজিবার রহমান, মুক্তিযোদ্ধা সংগঠক ডা. শাহাব উদ্দিন সাবু, বীর মুক্তিযোদ্ধা হাজি শেখ নূর মোহাম্মদ জকু, সমাজসেবা অফিসার আবু তালেব, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আকবার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ ও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মনির হাসান। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, সার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজি রবিউল ইসলাম, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রওশন আরা খাতুন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মকলেছুর রহমান, ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী, কবি গোলাম রহমান চৌধুরী, আল-ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আব্দুল হাই, সোনালী ব্যাংকের প্রতিনিদি মানোয়ার হোসেন, মুদি দোকান সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আহসান মৃধা, বীর মুক্তিযোদ্দা নাজিম উদ্দিন, কলাকেন্দ্রের সাধারন সম্পাদক রেবা রানী সাহা, সুশীল কর্মকার প্রমুখ। সভায় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা হাজি শেখ নূর মোহাম্মদ জকু রচিত ‘বীরঙ্গণা আল্পনা’ নাটকটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঞ্চায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।