ইবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশাসন বিরোধী স্ট্যাটাস দেয়ায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষককে শোকজ করেছে কর্তৃপক্ষ। তাকে আগামী পনের দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু হেনা মোস্তফা জামাল (হ্যাপী)। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্র্রার এসএম আব্দুল লতিফ।
রেজিস্ট্র্রার এসএম আব্দুল লতিফ জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভায় আগামী ১৬ মার্চ পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে ইউনিট সম্বয়কারী ও গণিত বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক নুরুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। গত ৭ মার্চ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল (হ্যাপী) তার নিজস্ব ফেসবুক পেইজে প্রশাসনের উক্ত সিদ্ধান্তকে অমানবিক ও অপরিপক্ক বলে দাবি করেন। একইসাথে তিনি ছাত্রদের পুনরায় ভর্তি পরীক্ষা বাতিল দাবি করে আন্দোলনের সাথে একত্বতা প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সাক্ষীকে ফাঁসি এবং আসামিদের খালাস দিয়েছেন বলে মন্তব্য করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে শনিবার তাকে শোকজ করা হয় এবং আগামী পনের দিনের ভেতর তাকে শোকজের জবাব দেয়ার জন্য বলা হয়। সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একজন সাবেক সদস্য। বর্তমানে তিনি শিক্ষা ছুটিতে কোরিয়াতে অবস্থান করছেন।