চুয়াডাঙ্গায় মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান

পুলিশের আহ্বানে যারা সাড়া দেননি তাদের পরিণতি ভয়াবহ

আলম আশরাফ/জহির রায়হান সোহাগ: পুলিশের আহ্বানে সাড়া দিয়ে যেসব মাদকব্যবসায়ীরা আত্মসমর্পণ করলেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আর যারা মাদকব্যবসা চালিয়ে যাবেন তাদের পরিণতি হবে ভয়াবহ। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মহাসমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান। আর মাদক নয়, সুস্থ জীবন চাই স্লোগানে উদ্বুব্ধ হয়ে চুয়াডাঙ্গা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছেন জেলার ৪৩০ জন চিহ্নিত মাদকব্যবসায়ী। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামানের হাতে ধরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন মাদকব্যবসায়ীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু মাদকব্যবসায়ীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেন, পুলিশের আহ্বানে যারা সাড়া দিয়েছেন তাদের আইনগত সহায়তা দেয়া হবে। পুনর্বাসনে সহযোগিতার জন্য সমাজের নেতৃবৃন্দরা এগিয়ে আসবেন। আত্মসমর্পণের বাইরে যারা মাদকব্যবসা করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ। আর এ ব্যাপারে সকলের সহযোগিতা চাইলেন তিনি। চুয়াডাঙ্গা পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, যে সকল মাদকব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন তারা সকলেই পুলিশের তালিকাভুক্ত। আত্মসমর্পণকারী মাদকব্যবসায়ীদের লিগাল এইডের ব্যবস্থা করা হবে। আর অন্ধকার থেকে আলোর পথ যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা করবে পুলিশ।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাইফের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অপারেশন) একরামুল হাবীব, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) হাবিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিঙের প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল আমির মজিদ, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক প্রফেসর এসএম ইস্রাফিল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আসাদুল হক বিশ্বাস, জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফের আব্দুল মজিদ প্রামাণিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামশুজ্জোহা পিপি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ। অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিনিউটি পুলিশিঙের সদস্য সচিব মনিরুজ্জামান। কোরআন তেলাওয়াত করেন পুলিশ লাইন জামে মসজিদের ইমাম কারী মো. ইউনুস আলী শেখ, গীতা পাঠ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অফিস সহকারী অরবিন্দ হালদার এবং বাইবেল পাঠ করেন পালক সরোজ মল্লিক। এছাড়া চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) কলিমুল্লাহসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টায় শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরে সুবদিয়া সিপির মোড়ে গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ বক্স ফিতে কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন, সদর থানার ওসি তোজাম্মেল হক, ডিবির ওসি এইচএম কামরুজ্জান খান। উপস্থিত ছিলেন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এনামুল করিম, ফরহাদ আল মামুন, এনায়েত কবির, মির্জা ওয়াহেদুজ্জামান, সমরদ্দীন রোকন, থাইরস মি. খ্যাপা খামস, মি. সমপপ ও পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারের পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। বদরগঞ্জ বাজার কমিটির আয়োজনে ও স্থানীয় সুশাসন জনতার উদ্যোগে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে বাজারস্থ চৌরাস্তার মোড়ে পুলিশ বক্সটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনিরুজ্জামান। বাজার কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএইচএম কামরুজ্জামান খান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. আলী আহমেদ হাসানুজ্জামান মানিক, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ঝিনাইদহের সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজি নাজীর উদ্দিন প্রমুখ।