দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কোষাঘাটার বিল্ড নামক ইটভাটায় হামলার ঘটনায় সোহাগ (২৩) ও ওয়াসিম (২৬) নামের দুজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে এএসআই ফিরোজ, এএসআই সাজেদুল ও এএসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। গতকাল রোববার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদারতের বিজ্ঞ বিচারক উভয়কেই জেলহাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা শহরের বাসিন্দা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান লাভলুর কোষাঘাটস্থ বিল্ড ইটভাটায় ১০-১২ জন সশস্ত্র চাঁদাবাজ হানা দেয় এবং মোটা অঙ্কের চাঁদার দাবিতে মিস্ত্রিদের মারধর করে। দাবিকৃত চাঁদা মালিক কর্তৃক দ্রুত পরিশোধের জন্য চাপ দিয়ে বলে, চাঁদার টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে। এ ঘটনার পর চুয়াডাঙ্গার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন ওই ইটভাটায় কর্তব্যরত দামুড়হুদা থানার দুই পুলিশ কনস্টেবল মামুন ও শাকিলকে কতর্ব্যে অবহেলার অভিযোগে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ প্রদান করেন।