স্টাফ রিপোর্টার: ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় শহরের শহীদ রবিউল ইসলাম সড়কে মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক বিল্লাল হোসেন, পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, জেলা ব্র্যাক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারি নুঝাত পারভীনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশে নারী নির্যাতনের হার কমছে না। তাই নারী নির্যাতন বন্ধ করতে প্রতিটি ওয়ার্ডে নারীবিষয়ক একটি সেল গঠন করা অথবা নারীবিষয়ক আইনি সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। নির্যাতিত নারী যেন কোনো অর্থনৈতিক বা আইনি ঝামেলা ছাড়া তৎক্ষণাৎ সাহায্য নিতে পারে। এসময় নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, হোসনে আরা খাতুন, সুফিয়া খাতুন,বিলকিস পারভীন,রোজিনা খাতুন, ময়না খাতুন,সাহিদা খাতুন, সাবানা খাতুন আফরোজা খাতুন প্রমুখ। সার্বিক দায়িত্বে ছিলেন মহিলা অধিদপ্তর অফিস সহকারি হুসনে আরা পারভীন।
মেহেরপুর অফিস জানিয়েছে, নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা’ বদলে যাবে বিশ্বা কর্মে নতুন মাত্রা” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর।
গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, ব্রাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, সিডিপির প্রতিনিধি জন পি বিশ্বাস, পুনঃভবা মহিলা সমিতির সভানেত্রী রাজিয়া সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ খান আলো সহ জেলার সরকারি-বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকালে মেহেরপুর গাংনীতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’। এই প্রতিপাদ্যে ৮ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু নাসির, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম ও গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীবৃন্দ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর মুজিবনগর। ব্র্যাক, সিডিপি ও সু-শান্তা স্বেচ্ছাসেবী সংস্থ্যার সহযোগিতায় গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের নেতৃত্বে উপজেলা চত্বর প্রধান সড়কে মানববন্ধন পালন করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম, সু-শান্ত স্বেচ্ছাসেবী সংস্থ্যার নির্বাহী পরিচালক সাফিয়া সারমিন ও এনজিও, সমাজ উন্নয়নের প্রধান গন।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও এইচআরডিএফ’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ, এইচআরডিএফ ঝিনাইদহের সভাপতি ও আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাবৃন্দ।