জীবননগরে ভিক্ষুকমুক্তকরণ অনুষ্ঠানে এমপি টগর

ভিক্ষা ছেড়ে কর্মের হাত তৈরি করতে হবে
জীবননগর ব্যুরো/ আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আর ভিক্ষাবৃত্তি নয়, কর্মই হোক আপনার পরিচয়, এই স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার জীবননগর পৌরসভাসহ উপজেলার দুইটি ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য হাজি আলী আজগার টগর ভিক্ষুকমুক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভিক্ষাবৃত্তি হলো একটি অভিশপ্ত জীবন, যারা ভিক্ষাবৃত্তি করেন তাদেরকে আজীবন সমাজের কেউ ভালো দৃষ্টিতে দেখেন না। তাদের সন্তানদেরকে আজীবন এ গ্লানির বোঝা মাথায় নিয়ে চলতে হয়। অতীতে অনেক সরকার রাষ্ট্র পরিচালনা করেছেন, কেউ ভিক্ষুকদের পুনর্বাসন করতে কোনো কর্মসূচি হাতে নেয়নি। ভিক্ষুকমুক্ত দেশ গড়তে পারলে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে আমরা সক্ষম। তিনি সমাজ সচেতন ও বিত্তবানদের প্রতি আহ্বায়ন জানিয়ে বলেন, ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে একটি কর্মসংস্থান দিন।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও উথলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন, সিএ ইসমাইল হোসেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জীবননগর পৌরসভায় ১৫জন, আন্দুলবাড়িয়া ইউনিয়নে ২৪জন ও সীমান্ত ইউনিয়নের ২০ জন ভিক্ষুকে দুইটি করে ছাগল, নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন।