আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ইলাহী নগর গ্রামের ১০ শ্রেণিতে পড়–য়া চুমকি গালায় ওড়না দিয়ে ঘরের আড়াই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার গভীর রাতে নিজ ঘরের আড়াই ওড়না দিয়ে ফাঁস দেয়।
জানা গেছে, উপজেলার কুমারী ইউনিয়নের ইলাহী নগরের সেলিমের স্কুল পড়–য়া মেয়ে চুমকি খাতুন (১৬) পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়েরর ১০ শ্রেণির ছাত্রী। কয়েক বছর আগে চুমকি খাতুনের নলকুলা গ্রামে বিয়ে হয়। বিয়ের বছর খানেকের মধ্যেই তালাক হয়ে যায়। তালাক হওয়ার পর চুমকি আবার স্কুলে ভর্তি হয়। গত শনিবার রাতে নিজ ঘরের আড়াই চুমকি ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী জানিয়েছে, চুমকি ছিলো একটি শাদাশিধে মেয়ে সব সময় একা থাকতে পছন্দ করতো। গতকাল বিকেলেই চুমকির লাশ জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।