ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের পৌর আমিরসহ ৯ নারী রোকন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর জামায়াতের আমিরসহ ৫ নারী রোকনকে আটক করেছে। গতকাল রোববার বিকেলে মহেশপুর পৌর এলাকার বোঁচিতলা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাসের বাড়ি তেকে তাদেরকে আটক করা হয়।
থানার ডিউটি অফিসার এএসআই আব্দুস সাত্তার জানান, রোববার বিকেল ৪টার দিকে মহেশপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বোঁচিতলা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। এসময় পৌর জামায়াতের আমির বগা একই গ্রামের গোলাম রহমান (৬৪), পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও অফিস সেক্রেটারি বাজার পাড়ার ফজলে ইলাহী (৫৭), বোঁচিতলা গ্রামের শহদিুল ইসলামের ছেলে নাজমুস সাকিব (২০), রাকিবুল হাসিব (১৮), মহেশপুর মোল্লাপাড়ার জামায়াত নেতা এনামুজ জহিরের স্ত্রী সুফিয়া বকুল (৪০), জলিলপুর বাজার পাড়ার মশিয়ার রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৩২), মহেশপুর বারইপাড়ার অমেদুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৪৫), মহেশপুর পোস্ট অফিস পাড়ার রফিক চোধুরীর স্ত্রী চায়না বেগম (৪৫) ও বোঁচিতলার শহীদুল ইসলামের স্ত্রী বিলকিস খাতুনকে (৪৬) আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিল্পব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বোঁচিতলা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাসের বাড়িতে জামায়াতের  গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে জিহাদী বই, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আমিনুল ইসলাম বিপ্লব।