সুখি-সমৃদ্ধি উন্নত দেশ গড়তে শিক্ষিত জাতির প্রয়োজন

চুয়াডাঙ্গার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণকালে এমপি টগর

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। দিনভর প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষত। আর ভবিষত প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব সকলের। বর্তমান সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শিক্ষাখাতকে অধিক গুরুত্ব দিয়েছে। উন্নত দেশের মাইলফলকে পৌছাতে হলে বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাই আজ বিদ্যালয়ের ছেলেমেয়েরা বিনামূল্যে বই, উপবৃত্তি পেয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখে ছিলেন তা বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে গড়া বাংলাদেশ বিশ্বের দরবারে একটি রোল মডেল। আগামী নির্বাচনে নৌকা আবার ক্ষমতায় এলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সেই সাথে মনে রাখতে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি ছেলেমেয়েদের আগ্রহী করে গড়ে তুলতে হবে। কারণ খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে থাকে। মনে রাখতে হবে সুস্থ দেহ সুস্থ মন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহর উপস্থাপনায় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুল বারি বিশ্বাস, মিজানুর রহমান, বেগমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি সদস্য আলী কদর, আবু সালেহ, আ.লীগ নেতা মতিয়ার রহমান, জাহিদুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছলিম উদ্দীন, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ, যুবলীগ নেতা আব্দুল্লাহ, রহিদুল ইসলাম, ইনাফ, আব্দুল কুদ্দুস প্রমুখ। এলাকবাসীর দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি আলী আজগার টগর ডাক্তারপাড়ার রাস্তা পাকাকরণ, বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ, বিদ্যালয়ের সীমানা পাঁচিল নির্মাণ, বিদ্যালয়ের শিক্ষক সংকট ও শ্রেণিকক্ষ সংকট দূরীকরণ করার প্রতিশ্রুতি দেন।