ইটভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী চিৎলা ইউপি মেম্বার অহিদুল নিহত

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বঙ্গজের অদূরে ট্রাক্টর অতিক্রমের সময় বিপত্তি ॥ স্মৃতি পটে পূর্বের দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার: ট্রাক্টরের ইটভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন চিৎলা ইউনিয়ন পরিষদের মেম্বার স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম (৫০) গতকাল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি রুইথনপুর ফেরার পথে দৌলাতদিয়াড় বঙ্গজের অদূরে ট্রাক্টরটি অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিচে পড়েন। ট্রাক্টরের ট্রলির চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। অবস্থা বেগতিক দেখে ট্রাক্টর ফেলে সটকে পড়ে চালক। নিহত মেম্বার অহিদুল ইসলামের মৃতদেহ গতকালই নিজ বাড়ি রুইথনপুরে নেয়া হয়। আজ রোববার সকাল ১০টায় নিজ নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে। ohidul-mollik
গতকাল শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জনপ্রতিনিধি অহিদুল ইসলাম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অনেকের স্মৃতিতেই ভেসে ওঠে আলমডাঙ্গারই গাংনী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের নিহত হওয়ার চিত্র। তিনিও চুয়াডাঙ্গা জেলা শহর থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে একই স্থানে কাঠভর্তি পাউয়ারটলির পেছনে ধাক্কা মেরে আছড়ে পড়ে নিহত হন। চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বঙ্গজের অদূরে ২০০৯ সালের ১০ এপ্রিল এ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার পর একই সড়কের একই স্থানে প্রাণ হারালেন চিৎলা ইউনিয়ন পরিষদের মেম্বার অহিদুল ইসলাম।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইথনপুর বাজারপাড়ার মৃত শফি উদ্দীন মল্লিকের ছেলে অহিদুল ইসলাম এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। খাদিমপুর ইউনিয়ন পরিষদের পর পর দু বার মেম্বার নির্বাচিত হন তিনি। খাদিমপুর ভেঙে চিৎলা ইউনিয়ন পরিষদ গঠন হলে সর্বশেষ নির্বাচনে তিনি এ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হন। গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের কর্মকা-ে অংশ নেন। দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণেও ছিলেন তিনি। দুপুরের পর অহিদুল ইসলাম মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরে পৌঁছান। বিকেলে ফেরার পথে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলাতদিয়াড় বঙ্গজের অদূরে ইটবহন করা ট্ট্রাক্টরের ট্রলির নিচে পড়ে নিহত হন। ট্রাক্টরটি লাবণী ব্রিক্সের বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ট্রাক্টর ফেলে চালক সটকে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পুলিশে খবর দেয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়। পরে তার নিকটজনেরা মামলা করবে না শর্তে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ নিজ গ্রামে নেয়।
নিকটজনেরা জানিয়েছেন, নিহত অহিদুল ইসলামের একমাত্র ছেলে সিঙ্গাপুর প্রবাসী। দু মেয়ে রাবেয়া ও হাসিনা বিবাহিতা। স্ত্রী নিয়ে নিজ বাড়িতেই বসবাস করে আসছিলেন অহিদুল ইসলাম। তিনি খাদিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যমান মরহুম খোদা বকশের নাতি ছেলে। স্থানীয় আওয়ামী লীগ  নেতা ইউপি মেম্বার অহিদুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন চিৎলা ইউপি চেয়ারম্যান জেলা যুুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।