চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় বাউল উৎসব শুরু

মানুষ ভজলে সোনার মানুষ হবি স্লোগানে বিশু সাঁইয়ের ৮৪তম স্মরণসভা

অনিক সাইফুল: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের সাধক বিশু সাঁইয়ের ৮৪তম স্মরণ ও বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাউল মেলার ১ম দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশবরণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
জানা গেছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি মরমী কবি লালন সাঁইজির এই বিখ্যাত গানের লাইনের স্লোগানে চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গার স্মরণ ও বাউল উৎসব গতকাল রাত ৮টার দিকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাজার কমিটির সভাপতি আব্দুর সালাম জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ শামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার ভারপ্রাপ্ত বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে, নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালিলুর রহমান, জেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবির, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বড় গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের, ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক হাফিুজুর রহমান। এছাড়া চুয়াডাঙ্গা জেলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য দিতে গিয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া অনুষ্ঠানকে ঘিরে মাজার প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন শেষে দেশের দেশবরণ্য শিল্পীরা সঙ্গীত পরিবশেন করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার।