মৌমাছির আক্রমণে কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন গুরুতর অসুস্থ

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুনিয়াচাঁদপুরে মৌমাছির আক্রমণে ২ ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মৌমাছির আক্রমণে দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

মৌমাছির আক্রমেণে গুরুতর অসুস্থ হয়ে পড়া দুজন হলেন চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের হরিসপুর গ্রামের মৃত আহাদ আলী মন্ডলের ছেলে সেলিম হোসেন (৩৫) ও মৃত নফর আলীর ছেলে কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হক (৪০)।

জানা গেছে, সেলিম হোসেন ও মাহফুজুল হক গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে কুনিয়াচাঁদপুর গ্রামে পৌঁছুলে একটি গাছে থাকা মৌমাছির চাক থেকে মৌমাছির ঝাক তাদের ওপর আক্রমণ করে। বিষের যন্ত্রণায় তারা ছটফট করতে থাকে। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেলিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হলেও মাহফুজুল হককে হাসপাতালে রেখেই চিকিৎসা চলছিলো।