মাধ্যমিক পর্যায়ে ছেলে মেয়েদের হাতে স্মাট ফোন না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহব্বান

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: লেখাপড়া মেধা বিকাশ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক ছাত্র-ছাত্রীদের মনন বিকাশ ঘটায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করণ করেছেন। বছরের প্রথম দিকে বিনামূল্যে বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দিচ্ছে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানব সম্পদে পরিণত করতে হবে। মাদক যেমন যুব সমাজকে ধ্বংশ করছে তেমনি স্মাট ফোন ছাত্র-ছাত্রীদের বিপথগামী করছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে এ কথাগুলো বলেন। মাধ্যমিক পর্যায়ে ছেলে-মেয়েদের হাতে স্মাট ফোন না দেয়ার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন এসএম সির সদস্য আবদুস ছাত্তার, আবদুল হান্নান, তাহাজদ্দিন, গোলাম মোস্তফা, আজম আলী, মুকুল হোসেন, সাইফুদ্দিন, মাসুদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক বাবুল হোসেনের পরিচালনায় বাল্যবিয়ে প্রতিরোধে ‘আধারের আলো’ নাটক মঞ্চস্থ করেন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।