মহেশপুরে ছিনতাই মামলার আসামি গ্রেফতার : ৪টি তাজা বোমাসহ উদ্ধার

 

মহেশপুর প্রতিনিধি: শিবেনান্দপুর গ্রামে আশা এনজিও’র মাঠ কর্মীর ছুরিকাঘাত করে টাকা ছিনতাই মামলার প্রধান আসামি ইকবাল বোমাসহ পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, গত বুধবার দিবাগত রাত্রে উপজেলার শিবেনান্দপুর ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মহেশপুর থানাসূত্রে প্রকাশ, গোপনসূত্রে সংবাদ পেয়ে এসআই মাসুদ শিবেনান্দপুর গ্রাম থেকে ছিনতাই মামলার আাসামি শিবেনান্দপুর গ্রামের আপেল উদ্দীনের ছেলে ইকবালকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার নিজ হেফাজতে রাখা ৪টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ জানান, গ্রেফতারের সময় ইকবাল বোমা ফাটানোর চেষ্টা করেছিলো কিন্তু পুলিশের শতর্কতায় তার সে চেষ্টা ব্যর্থ হয়।

উল্লেখ্য, আশার মাঠকর্মী জিয়াউর রহমান উপজেলার শিবানন্দপুর গ্রামে স্বর্ণলতা সমিতিতে টাকা আদায় করার জন্য যাচ্ছিলেন। এ সময় ওই গ্রামের আপেল উদ্দীনের ছেলে ইকবাল হোসেন তার গতি রোধ করে এবং তার হাতের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় তার নামে মামলা হয়। তাছাড়া তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে।