পুনের হার থেকে বেরিয়ে আসতে চান কুম্বলে

 

মাথাভাঙ্গা মনিটর: পুনেতে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হার থেকে বেড়িয়ে আসতে চান ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। পুনেতে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে মাত্র তিনদিনের মধ্যেই হারতে হয়েছে স্বাগতিক ভারতকে। তবে ওই হার নিয়ে এখন মোটেও চিন্তা করতে চান না কুম্বলে।

প্রথম ম্যাচের হার থেকে বেড়িয়ে এসে ব্যাঙ্গালুরু টেস্ট নিয়েই চিন্তা করা এ কোচ বলেন, আসলে পুনে টেস্টে হার নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। ব্যাঙ্গালুরু টেস্ট নিয়েই আমাদের পরিকল্পনা করছি এবং জয়ের ধারায় ফিরতে চাই। ওই হার দলগত এবং এ জন্য আমরা কাউকে দায়ী করতে চাই না। টানা ১৯ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করে ভারত। চার ম্যাচ টেস্ট সিরিজের আগে অসিদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিলো বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু পুনেতে খেলতে নেমেই মুখ থুবড়ে পড়লো কোহলির দল। অস্ট্রেলিয়ার কাছে নয়, টিম ইন্ডিয়া অসহায় আত্মসমর্পণ করেছে মাত্র চার টেস্ট খেলা (পুনে টেস্টের আগে) ৩২ বছর বয়সী বা-হাতি স্পিনার স্টিভ ও’কেফির কাছে। অবাক করার মতোই বিষয়। প্রথম ইনিংসে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ১০৫ রানে আটকে দেন ও’কিফ।

এরপর দ্বিতীয় ইনিংসেও ৩৫ রানে ৬ উইকেট নেন তিনি। আর ভারত গুটিয়ে যায় ১০৭ রানে। এতে অস্ট্রেলিয়ার কাছে নয়, ও’কিফের সামনে অসহায়ত্ব দেখিয়ে লজ্জার হার বরণ করে নেয় ভারত।

Leave a comment