হরিণাকু-ুতে সরকারের সাফল্য অর্জন অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

হরিণাকু-ু প্রতিনিধি: জেলা তথ্য অধিদফতরের উদ্যোগে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় হরিণাকু-ু উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এএসএম কবীর। সহকারী তথ্য অফিসার এসকে ইমাম মেহেদী শাহ্ আলমের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকু-ু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু ও বিশিষ্ট রাজনীতিবীদ আফজাল হোসেন।
এছাড়া সম্মানিত আলোচক ছিলেন প্রাণিসম্পদ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা কৃষি অফিসার আরশেদ চৌধুরী, পল্লী বিদ্যুতের এজিএম শেখ আব্দুর রহিম, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, চেয়ারম্যান মুঞ্জুরুল আলম, সাব ইন্সপেক্টর নাহিদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক ঈমান আলী, গণমাধ্যম ব্যক্তিত্ব সাইফুজ্জামান তাজু, প্রধান শিক্ষক শাহী মোহাম্মদ এমরান, মাও. মঈন উদ্দীন প্রমুখ। বক্তাগণ সরকারের বিভিন্ন সেক্টরের সাফল্যের চিত্র তুলে ধরে সেগুলোকে আরও বৃহত্তর পরিসরে প্রচারের জন্য তথ্য অধিদফতরকে মাঠ পর্যায়ে এজাতীয় আলোচনা সভার আয়োজন করার আহ্বান জানান। আলোচনাসভায় সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধি, স্কুল কলেজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণ মাধ্যম কর্মী, ইমাম, পুরোহিতসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।