মাথাভাঙ্গা মনিটর: বহুবার মৃত বলে ঘোষিত জ্যেষ্ঠ তালেবান নেতা মোল্লা আবদুল সালাম আখন্দ বিমান হামলায় নিহত হয়েছেন। উত্তর আফগানিস্তানে চালকবিহীন এক বিমান হামলায় মোল্লা সালাম নিহত হন বলে তালেবান কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেন। খবর রয়টার্সের।মোল্লাহ আবদুল সালাম কুন্দুজ প্রদেশের তালেবানদের কমান্ডার ছিলেন। গত রোববার চালক বিহীন বিমান থেকে চালানো তিনটি হামলার একটির আঘাতে তিনি নিহত হন বলে প্রাদেশিক তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে জানান। ওই নেতা আরও বলেন, কিছু দিন আগে দাশে আর্চি শহরের একটি বাড়িতে অবস্থানকালে সেখাসে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিলো। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ আবদুল সালামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।